শেয়ার বিজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ (ইউএই) ১০ বছরের গোল্ডেন ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য নতুন এন্ট্রি পারমিট ফি নির্ধারণ করেছে। প্রথমে ছয় মাসের জন্য দেয়া হবে এ ভিসা। এ সময়ের জন্য ১ হাজার ২৫০ দিরহাম দিতে হবে। এই এন্ট্রি পারমিট থেকে ১০ বছরের গোল্ডেন ভিসা পাওয়ার প্রক্রিয়া শুরু করেছে দেশটি। এতে গোল্ডেন ভিসা পাওয়ার পথটা আগের চেয়ে সহজ হবে বলে মনে করছে দেশটি। খবর: খালিজ টাইমস।
ছয় মাসের ভিসা পারমিটের জন্য এখন থেকে ১ হাজার ২৫০ দিরহাম দিতে হবে। ওই ফির সঙ্গে ইস্যু চার্জ হিসেবে ১ হাজার দিরহাম, আবেদনের জন্য ১০০ দিরহাম, স্মার্ট পরিষেবার জন্য ১০০ দিরহাম, ই-পরিষেবার জন্য ২৮ দিরহাম এবং ফেডারেল অথরিটি ফি ও আল খালিজের জন্য ২২ দিরহাম যোগ হবে। ফেডারেল অথরিটি ফর আইডেনটিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) এ ফি নির্ধারণ করেছে। দেশটির কর্তৃপক্ষ মনে করছে নতুন ফি নির্ধারণের মধ্য দিয়ে গোল্ডেন ভিসা প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে।
ছয় মাসের এন্ট্রি পারমিট ইস্যু করার জন্য বেশ কয়েকটি নথির প্রয়োজন হবে। নথিপত্রের মধ্যে রয়েছে পাসপোর্ট, শনাক্তকরণের জন্য একটি রঙিন ছবি এবং গোল্ডেন ভিসার জন্য যোগ্যতার প্রমাণপত্র। একই সঙ্গে যারা গোল্ডেন ভিসা পেতে এন্ট্রি পারমিটের জন্য আবেদন করবেন, তাদের স্পনসরকৃত ব্যক্তির পাসপোর্ট, একটি রঙিন ছবি, গোল্ডেন ভিসার জন্য যোগ্যতার প্রমাণসহ আরও তথ্য দিতে হবে।
দেশটিতে বিভিন্ন ক্যাটেগরিতে গোল্ডেন ভিসা দেয়া হয়। এ ক্ষেত্রে মেধাবী, বিজ্ঞানী, বিশেষজ্ঞ, সরকারি বিনিয়োগে বিনিয়োগকারী, আবাসন খাতে বিনিয়োগকারী, উদ্যোক্তা, উচ্চমাধ্যমিকের শীর্ষস্থানীয় অর্জনকারী, সংযুক্ত আরব আমিরাতের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক, দেশের বাইরের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং প্রতিরক্ষা বিভাগের শ্রমিকদের প্রাধান্য দেয়া হয়।
চলতি বছরের জানুয়ারিতে ৫ বছর থেকে এ ভিসার মেয়াদ বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। তখন এক ঘোষণায় আবুধাবির রেসিডেন্স অফিসের অপারেশন্স বিভাগের পরিচালক মার্ক দর্জি বলেন, এখন থেকে গোল্ডেন ভিসার মেয়াদ ১০ বছর। বিজ্ঞান-গবেষক, চিকিৎসক, বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ, বিজ্ঞানী ও আবিষ্কারকদের মতো পেশাদার লোকেরা এ সুযোগ পাবেন। গোল্ডেন ভিসাধারীরা তাদের স্ত্রী-স্বামী, শিশু ও বাবা-মার স্পন্সর হতে পারবেন।
ইউএই সরকার দীর্ঘ মেয়াদে বসবাসের সুযোগ দিতে গোল্ডেন রেসিডেন্সি প্রোগ্রাম চালু করেছে। শিল্প, গবেষণা, স্বাস্থ্যসেবা, কৃষি ও ব্যবসায়িক খাত ত্বরান্বিত করতে আবুধাবি প্রশাসন গোল্ডেন ভিসার ওপর জোর দিয়েছে। এর আওতায় গোল্ডেন ভিসাধারীরা কোনো রকম জিম্মাদার (গ্রান্টার) ছাড়া দেশটিতে বসবাস করতে পারবেন।
ইউএই ভিসা মানে শুধু প্রবেশাধিকার নয়; বরং কাজের সুব্যবস্থা ও পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাসের সুবিধা। এর আগে ২০২২ সালের ৩ অক্টোবর ইউএই গোল্ডেন ভিসার ক্যাটেগরি বাড়িয়েছিল। তখন নতুন প্রকল্পে পর্যটক, ব্যবসায়িক ভ্রমণকারী, চাকরিপ্রার্থী, বন্ধুবান্ধব ও দেশে প্রবেশ করতে ইচ্ছুক ইউএইর বাসিন্দাদের আত্মীয়দের থাকার জন্য অতিরিক্ত প্রবেশের অনুমতি যুক্ত করা হয়।
২০২২ সালে জানানো হয়, ইউএই’র বৈধ কর্মসংস্থান চুক্তি থাকার পাশাপাশি মানবসম্পদ ও আমিরাতের শ্রেণিবিভাগ অনুযায়ী আবেদনকারী ব্যক্তি প্রথম বা দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হলে এবং তার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক ডিগ্রি বা তার সমতুল্য হলে তিনি গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া তার মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার আমিরাতি দিরহাম হতে হবে। পাশাপাশি নতুনভাবে ইউএই গ্রিন ভিসা চালু করেছে। এ ভিসাপ্রাপ্ত বিদেশি নাগরিকরা পাঁচ বছরের জন্য দেশটিতে থাকতে পারবেন। এজন্য তাদের নাগরিকত্ব নেয়ার ও নিয়োগকর্তার সমর্থনের প্রয়োজন নেই। ফ্রিল্যান্সার, দক্ষ কর্মী ও বিনিয়োগকারীরা এ ভিসার জন্য আবেদন করতে পারেন। গ্রিন ভিসাধারীরা স্ত্রী বা স্বামী, সন্তান, বাবা-মা, বোন বা ভাইকে সঙ্গে রাখতে পারেন। কারও ছেলে সন্তান থাকলে তিন ২৫ বছর বয়স পর্যন্ত থাকার সুবিধা পেতে পারেন।