সূচকের পাশাপাশি ডিএসইর লেনদেনে পতন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকলেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সূচকের পতন দেখা গেছে। একইসঙ্গে এদিন লেনদেন আগের দিনের মতো কমেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৪৭ পয়েন্ট বা শূন্য দশমিক ২০ শতাংশ কমে ছয় হাজার ২০১ দশমিক ৫৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক তিন দশমিক ৫৩ পয়েন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ কমে ১ হাজার ৩৪৪ দশমিক ৫৪ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৩ দশমিক ০৭ পয়েন্ট বা শূন্য দশমিক ১৩ শতাংশ কমে দুই হাজার ১৯৭ দশমিক ০৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৪৬৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৯৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ২৯ কোটি ৩১ লাখ টাকা কমেছে। এদিন ৭ কোটি ২৭ লাখ ৩০ হাজার ৯৪৭টি শেয়ার এক লাখ ২ হাজার ৩৪২ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩১১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত ছিল ১৮৭টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। কোম্পানিটির ২৯ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা আমরা নেটওয়ার্কস লিমিটেডের ২৬ কোটি ৪০ লাখ, জেমিনি সি ফুড লিমিটেডের ২৩ কোটি ৯৩ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ২৩ কোটি ৬৪ লাখ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ২১ কোটি ২৫ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ১৯ কোটি ১৪ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৭ কোটি ৭৫ লাখ, মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ১৬ কোটি ৮ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৪ কোটি এক লাখ এবং লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ১৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া গতকাল ৯ দশমিক ৮৬ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড। এর পরের অবস্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ৬ দশমিক ৮৯ শতাংশ, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ৬ দশমিক ৫৭ শতাংশ, সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের ৫ দশমিক ১০ শতাংশ, বিডি থাই ফুড লিমিটেডের ৪ দশমিক ৩৯ শতাংশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩ দশমিক ০৪ শতাংশ, স্টান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২ দশমিক ৭৬ শতাংশ, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ২ দশমিক ৭৩ শতাংশ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ২ দশমিক ৪৩ শতাংশ এবং জেমিনি সি ফুড লিমিটেডের ১ দশমিক ৯৯ শতাংশ শেয়ারদর বেড়েছে।

আর ডিএসইতে গতকাল দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৬ দশমিক ২১ শতাংশ, এর পরের অবস্থানে থাকা সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৫ দশমিক ৬০ শতাংশ, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেডের ৫ দশমিক ৩০ শতাংশ, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৪ দশমিক ৯৭ শতাংশ এবং কোহিনুর কেমিক্যালস লিমিটেডের ৪ দশমিক ৮৫ শতাংশ শেয়ারদর কমেছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৬ দশমিক ৯৯ পয়েন্ট বা শূন্য দশমিক ০৬ শতাংশ কমে ১০ হাজার ৯৬৮ দশমিক ২৫ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১১ দশমিক ১৬ পয়েন্ট বা শূন্য দশমিক ০৬ শতাংশ কমে ১৮ হাজার ২৯৮ দশমিক ১৩ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১১৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২২টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত ছিল ৫৭টির দর। সিএসইতে গতকাল মোট ১০ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ৫ কোটি ১৮ লাখ টাকার।