কুড়িগ্রামে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শোরুম উদ্বোধন

কুড়িগ্রাম সদরের কলেজ রোডে দেশীয় ইলেকট্রনিক্স কোম্পানি মিনিস্টার-মাইওয়ান গ্রুপের মেগা শোরুম উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোরুমটি শুভ উদ্বোধন করেন  কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী। উদ্বোধন উপলক্ষে ক্রেতা সাধারণের জন্য পণ্য ক্রয়ের ওপর বিশেষ ছাড় ও অফার ঘোষণা করা হয়। অনুষ্ঠানে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শোরুম বিভাগের পরিচালক মো. রফিকুল ইসলাম লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র মো. কাজিউল ইসলাম এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি