নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ড তদন্তে ৯ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি। গতকাল রোববার করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এ কমিটি গঠন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।

তিনি বলেন, ‘কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।’

নগর সংস্থাটির অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীনকে আহ্বায়ক করা হয়েছে কমিটিতে। সদস্য সচিব করা হয়েছে সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনকে।

নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আগুন লাগে গত শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে। ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করে সকাল ৯টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে আনে। এরপর চলে ড্যাম্পিংয়ের কাজ। ২৭ ঘণ্টা পর রোববার সকালে পুরোপুরি নির্বাপণ করার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

ডিএসসিসি মালিকানাধীন তিন তলা এ মার্কেটে পোশাকের দোকানই বেশি ছিল। পাশাপাশি ছিল ব্লক-বুটিক, কার্পেট, ক্রোকারিজের দোকান।

মার্কেটটির ব্যবসায়ীদের হিসাবে সেখানে প্রায় ৬০০ দোকান পুড়েছে। আগুনের তাপ ও আগুন নেভানোর জন্য ব্যবহƒত পানিতে আরও একশ দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন তলা ওই মার্কেটে দোকান ছিল সব মিলিয়ে প্রায় ১ হাজার ৩০০।

ঈদের আগে ডিএসসিসি এলাকায় বঙ্গবাজারে ভয়াবহ আগুনে ছাই হয়ে যাওয়ার ১১ দিনের মাথায় ঢাকা নিউ সুপার মার্কেট পুড়ল। আগুনে পুড়ে যাওয়া ঢাকা নিউ সুপার মার্কেটের সামনে পানি আর পোড়া কাপড়ের অবশিষ্ট দেখা গেছে। মধ্যরাতেও সেখানকার আগুন পুরোপুরি নেভানোর কাজ করছিলেন ফায়ার সার্ভিস কর্মীরা।

বঙ্গবাজারের অগ্নিকাণ্ড তদন্তেও কমিটি করেছিল ডিএসসিসি। তাদের প্রতিবেদনে অগ্নিকাণ্ডের কারণ বের হয়নি। তবে ধারণা দেয়া হয়েছে, সিগারেট কিংবা মশার কয়েল থেকে সেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে ঈদের আগে মার্কেট ও বিপণি বিতানে দফায় দফায় অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার সন্দেহের কথা বলেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মইন উদ্দিন। এ ঘটনাগুলো তদন্ত করে দেখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

দুটি ক্ষেত্রে ভোরে আগুন লাগার ঘটনাটি সন্দেহের দৃষ্টিতে দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তা তদন্তের নির্দেশ দিয়েছেন।