গাইবান্ধায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর নন্দিরভিটা গ্রামে গতকাল মঙ্গলবার বাড়ির পাশের সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ হওয়া শিশু আব্দুল্লাহর (আট মাস) লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুলাহ ওই গ্রামের অটোরিকশা চালক মাহবুর রহমান ও জোসনা বেগমের ছেলে।

আব্দুলাহর পরিবারের লোকজন জানান, সোমবার রাত সাড়ে ৮টায় আব্দুলাহকে বিছানায় ঘুমি পাড়িয়ে রেখে পাশের বাড়িতে যান তার মা। আব্দুলাহ যে ঘরে ঘুমিয়ে ছিল, সেটির পাশের ঘরে তার বোন পড়ছিল। পাঁচ মিনিট পরে এসে তিনি দেখতে পান আব্দুলাহ বিছানায় নেই। তারপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে না পাওয়ায় রাতেই সদর থানায় অবগত করা হয়। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন বাড়ির আশপাশে ভালো করে খুঁজতে গেলে পাশের বাড়ির টয়লেটের ট্যাংকের পাশে সবাই একটি কিছু পড়ে থাকতে দেখে। এতে সন্দেহ হলে ট্যাংকের ভেতর তল্লাশি করে আব্দুলাহর লাশ পাওয়া যায়। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। সদর থানা পুলিশের ওসি মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে সোমবার নিখোঁজ হওয়া ওই শিশুর লাশ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটি কীভাবে সেপটিক ট্যাংকে গেল তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।