সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি হলেন ক্রিকেটার রনি তালুকদার

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রনি তালুকদার সোনারগাঁও ইউনিভার্সিটিতে ব্যাচেলর অব বিজনেস স্টাডিস (বিবিএ) প্রোগ্রামে ভর্তি হয়েছেন। ২০১৫ সালে জাতীয় দলে যোগদানের পর থেকে আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে খেলে আসছেন রনি তালুকদার। চলতি মৌসুমে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ডাক পান রনি। গতকাল সোনারগাঁও ইউনিভার্সিটির গ্রিন রোডের ক্যাম্পাসে এসে বিবিএ বিভাগে ভর্তি হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। এ সময় তিনি বলেন, এতদিন পর পড়াশোনা শুরু করতে পেরে আমার ভালো লাগছে। বিজ্ঞপ্তি