নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের দেওয়ানহাট ওভারব্রিজের নিচে পুরোনো টায়ারের স্তূপে আগুন লাগার পর পাশের রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এ কারণে কয়েকটি ট্রেন আটকে পড়েছে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ জানায়, বেলা ১২টা ৪৫ মিনিটে আগুন লাগে। তা নিয়ন্ত্রণে ১২টি ইউনিট কাজ শুরু করে। বেলা আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
চট্টগ্রাম রেলস্টেশনের স্টেশন মাস্টার জাফর আলম বলেন, ‘রেললাইনের পাশে টায়ারে আগুন লাগার পর ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এ কারণে সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনে প্রবেশ করতে পারেনি। এ ছাড়া মহানগর ও বিজয়ের ইঞ্জিনও স্টেশনে প্রবেশ করতে পারেনি।’
টায়ারে আগুন লাগার পর অনেক দূর থেকে কালো ধোঁয়া দেখা যাচ্ছিল। উৎসুক জনতা সেখানে ভিড় করে।