শেয়ার বিজ ডেস্ক: তিন জেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। গতকাল বুধবার যশোর, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবরÑ
যশোর : যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে যশোর শহরের বকচর ও সদর উপজেলার কোদালিয়া এলাকায় দুর্ঘটনা ঘটে।
বকচর এলাকার দুর্ঘটনায় নিহত হয়েছেন শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকার হযরত আলী তালুকদারের ছেলে ইউসুফ (৫২) এবং কোদালিয়া এলাকার দুর্ঘটনায় নিহত ফরিদপুরের মধুখালী উপজেলার গোপালদী গ্রামের মণীন্দ্রনাথ কর্মকারের ছেলে বাসু কর্মকার (৪৫)।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম তথ্য নিশ্চিত করে জানান, সকালে যশোর শহরের বকচর র্যাব অফিসের সামনে বাসচাপায় ইউসুফ নামে এক ব্যক্তি নিহত হন। এছাড়া সদর উপজেলার কোদালিয়ায় মাগুরাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা দেয়। এতে বাসু কর্মকার ঘটনাস্থলে নিহত হন। এ দুর্ঘটনায় ২০ বাসযাত্রী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর ৯ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় পৃথক মামলা হয়েছে বলে জানান ওসি তাজুল ইসলাম।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে ট্রাক্টরের চাপায় নাজমা খাতুন (৩০) নামের এক ব্র্যাক এনজিওকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন তারই সহকর্মী অনাদী চরণ বৈদ্য (৪০)। গতকাল বুধবার সেনেরহুদা গ্রামের বসুতিপাড়ার বটতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নাজমা যশোর জেলার মনিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুস সাত্তার সরদারের মেয়ে। জীবননগর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।
হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শ্যামলী পরিবহনের বাসচাপায় আব্দুর রহমান কালা মিয়া (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ জনতা প্রায় ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। গতকাল বুধবার ঢাকা-সিলেট মহাসড়কের নছরতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান পশ্চিম নছরতপুর গ্রামের বাসিন্দা ও পল্লী বিদ্যুতের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হোসেন জানান, সিলেট থেকে ঢাকাগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহনের বাস নছরতপুর এলাকায় পৌঁছামাত্রই অপর আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আব্দুর রহমান কালা মিয়া নিহত হন। শ্যামলী পরিবহনের ওই বাস পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মাধবপুরের হোটেল আল-আমিনের সামনে বাসকে আটক করা হয়। ওসি আরও জানান, স্থানীয় জনসাধারণ মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন স্থানীয় চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে সবাইকে শান্ত করে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।