ইউআইইউ’র দুই শিক্ষার্থীর স্টাডি ইন কানাডা স্কলারশিপ অর্জন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) দুই শিক্ষার্থী ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য স্টাডি ইন কানাডা স্কলারশিপ (এসআইসিএস) অর্জন করেছে, যার প্রতিটি মূল্য ১০ হাজার ২০০ কানাডিয়ান ডলার। এই স্কলারশিপ গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) দ্বারা অর্থায়িত এবং এটি কানাডায় এক সেমিস্টার এক্সচেঞ্জের মাধ্যমে প্রদান করা হবে। ওই দুই শিক্ষার্থী হলেন ইউআইইউর ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) বিভাগের ছাত্রী খাদিজা খান রাইসা এবং অন্যজন কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মো. মাহফুজুর রহমান মুবিন স্কলারশিপ। বিজ্ঞপ্তি