বাংলাদেশে এমিরেটসের টিকিট ক্রয়কারীদের জন্য নতুন একটি পেমেন্ট সমাধান চালু করেছে এয়ারলাইনটি। যাত্রীদের পক্ষ থেকে ফ্লাইট টিকিটের জন্য অনলাইনে পেমেন্টের চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে এমিরেটস এই সুবিধাজনক ও ঝামেলামুক্ত সমাধান প্রবর্তন করল। এর ফলে গ্রাহকরা যে কোনো সময়, যে কোনো স্থান থেকে টিকিট বুকিং ও ক্রয় করতে সক্ষম হবেন। গ্রাহকরা স্থানীয় ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে বসরৎধঃবং.পড়স-এর সাহায্যে বুকিং ও লেনদেন করতে পারবেন। প্রক্রিয়াটি অনেক সহজ, দ্রুত এবং নিরাপদ। বিজ্ঞপ্তি
