বাংলাদেশে সুবিধাজনক অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালু করল এমিরেটস

বাংলাদেশে এমিরেটসের টিকিট ক্রয়কারীদের জন্য নতুন একটি পেমেন্ট সমাধান চালু করেছে এয়ারলাইনটি। যাত্রীদের পক্ষ থেকে ফ্লাইট টিকিটের জন্য অনলাইনে পেমেন্টের চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে এমিরেটস এই সুবিধাজনক ও ঝামেলামুক্ত সমাধান প্রবর্তন করল। এর ফলে গ্রাহকরা যে কোনো সময়, যে কোনো স্থান থেকে টিকিট বুকিং ও ক্রয় করতে সক্ষম হবেন। গ্রাহকরা স্থানীয় ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে বসরৎধঃবং.পড়স-এর সাহায্যে বুকিং ও লেনদেন করতে পারবেন। প্রক্রিয়াটি অনেক সহজ, দ্রুত এবং নিরাপদ। বিজ্ঞপ্তি