চাঁপাইনবাবগঞ্জে আম পরিবহনে মতবিনিময়

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলায় উৎপাদিত আম পরিবহনসংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসনের আয়োজন ঘণ্টাব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম, রেলওয়ে পাকশী বিভাগীয় বাণিজিক কর্মকর্তা নাসির উদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মাসুদ রানা, কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম, ট্রাক মালিক সমিতির প্রতিনিধি, কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিসহ অন্য কর্মকর্তারা।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেন, জেলার উৎপাদিত আম পরিবহন সংক্রান্ত বিষয়ে দীর্ঘ ১ ঘণ্টার উš§ুক্ত আলোচনা হয় আমচাষি, আম ব্যবসীয়, ট্রাক ও কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিদের সঙ্গে।

 আমচাষি ও আম ব্যবসায়ীদের কথা মাথায় রেখে পরিবহনে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় অতিরিক্ত টাকা ছাড়ায় আম সরবরাহ করার কথা বলা হয়। সেই সঙ্গে আগামী ২০ মে থেকে আম পরিবহনের জন্য ম্যাংগো স্পেশাল ট্রেন চালু থাকেব। জেলা প্রশাসক আরও জানান, ভোক্তারা যাতে করে কম খরচে বিভিন্ন জেলায় আম পাঠাতে পারে সেজন্য কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিদের ১০ কেজি দরে নেয়ার কথাও বলেন। 

এদিকে চলতি আম মৌসুমে কোন ধরনের আম পাড়ার সময় সীমা নির্ধারণ করা হয়নি। আম পরিপক্ব হলেই আমচাষি ও বাগান মালিকরা আম পেড়ে বিক্রি করতে পারবেন।