আবর্জনার ভাগাড় অপসারণের দাবিতে ফের অবস্থান কর্মসূচি

প্রতিনিধি, মৌলভীবাজার : ফের আন্দোলনে শিক্ষার্থীরা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ময়লা-আবর্জনার ভাগাড় অপসারণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় কলেজগেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীদের ময়লার স্তূপ সরানোর বিভিন্ন দাবি উল্লেখিত প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নিতে দেখা যায়। গতকাল মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল সরকারি কলেজের সামনে কলেজে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এই ঘোষণা দেয় শিক্ষার্থীরা। তারা কলেজের সব ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

এর আগে ‘গত ১১ মে বৃহস্পতিবার শ্রীমঙ্গল চৌমুহনী চত্বরে সরকারি কলেজ, স্কুল ও মাদ্রাসায় অধ্যয়নরত দুই শতাধিক শিক্ষার্থী ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে। সে সময় তারা সাত দিনের আল্টিমেটাম দেয়, দাবি বাস্তবায়িত না হলে ফের অবস্থান কর্মসূচিতে যাবে শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার থেকে আগামী শনিবার পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানায় শিক্ষার্থীরা।’

শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দীপ চান কানু শেয়ার বিজকে বলেন, ‘ময়লার ভাগাড়ের গন্ধে অতিষ্ঠ হয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছে। আজ শুনেছি তারা ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে। শিক্ষার্থীরা পড়াশোনা বাদ দিয়ে এভাবে ক্লাস বর্জন করে আন্দোলন করলে তাদের অনেক ক্ষতি হবে। ’

শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া শেয়ার বিজকে বলেন, ‘আমরা তো চাই, এই ময়লার ভাগাড় এখান থেকে সরিয়ে অন্য জায়গায় স্থানান্তর করতে। তার জন্য জায়গাও কিনেছি, কিন্তু অন্য আরেকটি পক্ষ মামলা করার কারণে তা আটকে রয়েছে।’