মেহেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন

প্রতিনিধি, মেহেরপুর:‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স পুলিশসহ অংশীদারি সব প্রতিষ্ঠানের সঙ্গে ম্যাজিস্ট্রেটদের সেতুবন্ধ সৃষ্টি করে। সংশ্লিষ্ট সবার পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার বিভিন্ন প্রতিবন্ধকতা দূর হবে। বিচার বিভাগের সব অংশীদারদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সাধারণ মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহজ হবে।’ গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স রুমে আয়োজিত ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন, ২০২৩’ অনুষ্ঠানে এসব কথা বলেন মেহেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক।

মেহেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিয়তউল্লাহ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  তারিক হাসান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন।

এ সময় সিভিল সার্জনের প্রতিনিধি মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাশ, মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জামির মোহাম্মদ হাসিবুস সাত্তার, মেহেরপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্যসহ বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।