অবৈধভাবে মাছ ধরায় সুন্দরবনে ৮ জেলে আটক

প্রতিনিধি, সাতক্ষীরা:নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে সুন্দরবনে নদীতে মাছ ধরার সময় আট জেলেকে আটক করেছে বন বিভাগ। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া টহল ফাঁড়ির ইনচার্জ (ওসি) সোলাইমান হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনে মান্দারবাড়িয়া নদী থেকে জেলেদের আটক করে। এ সময় জেলেদের ব্যবহƒত ২টি বড় নৌকা, ১২০ কেজি মাছ ও লক্ষাধিক টাকা মূল্যের ব্যবহার নিষিদ্ধ জালসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করে বনকর্মীরা।

আটক জেলেরা হলেন রশিদ,  সফিকুল, মান্নান, আলামিন,  নূরুজ্জামান, রোকনুজ্জামান, জাহিদুল ইসলাম ও ফজর আলী।