নিজস্ব প্রতিবেদক: শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মোরশেদ আলম। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মোরশেদ আলম সাত হাজার ৯০০টি শেয়ার কিনবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজারদরে উল্লিখিত পরিমাণ শেয়ার কেনা সম্পন্ন করবেন।
গতকাল কোম্পানির শেয়ারদর দশমিক ৩৮ শতাংশ বা ৬০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ১৫৭ টাকায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ১৫৬ টাকা ৭০ পয়সা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ১৫৫ টাকা ৪০ পয়সা থেকে সর্বোচ্চ ১৫৭ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়। ওইদিন পাঁচ হাজার ৪৬৬টি শেয়ার মোট ৫৬ বার হাতবদল হয়, যার বাজারদর আট লাখ ৫৬ হাজার টাকা। গত এক বছরে শেয়ারদর ১৫৫ টাকা থেকে ২০৫ টাকার মধ্যে হাতবদল হয়।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাসসহ মোট ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২৬ সেপ্টেম্বর বেলা ১১টায় এনএলআই টাওয়ার, ৫৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০১৫ সালের সমাপ্ত হিসাববছরে ২০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল, যা আগের বছর ছিল ৪৫ শতাংশ নগদ।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির জীবন বিমা তহবিল ২৬ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা বেড়ে মোট তিন হাজার ২১২ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকায় উন্নীত হয়েছে।
আগের বছর একই সময় কোম্পানিটির তহবিল বেড়েছিল ১৪ কোটি ২১ লাখ ৭০ হাজার টাকা। আর সে সময় জীবন বিমা তহবিল হয়েছিল তিন হাজার ১২১ কোটি ১৮ লাখ ৫০ হাজার টাকা।
২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৮২ কোটি পাঁচ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানিটির আট কোটি ২০ লাখ ৫৮ হাজার ২০৯টি শেয়ার রয়েছে।