নিজস্ব প্রতিবেদক: উভয় বাজারে গতকাল সূচক ও লেনদেন ইতিবাচক ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে ২১৯ কোটি ৪০ লাখ টাকা। গতকাল লেনদেনের শুরুতে সূচক প্রায় ১৬ পয়েন্ট বেড়ে যায়। এরপর সামান্য ওঠানামার মধ্য দিয়ে সূচক বাড়তে থাকে। বেলা পৌনে ১২টায় পাঁচ হাজার ৮৭২ পয়েন্টে উঠে এরপর সামান্য নেমে যায়। লেনদেনের শেষ পর্যন্ত এ গতি অব্যাহত থাকে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবগুলো সূচক ইতিবাচক হওয়ার পাশাপাশি লেনদেন বেড়েছে ২৫ কোটি ২৯ লাখ টাকা। এর মধ্যে আইডিএলসির ২১ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৮ দশমিক ২২ পয়েন্ট বা দশমিক ৩১ শতাংশ বেড়ে পাঁচ হাজার ৮৬২ দশমিক ৩৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক পাঁচ দশমিক শূন্য ছয় পয়েন্ট বা দশমিক ৩৮ শতাংশ বেড়ে এক হাজার ৩০৭ দশমিক ৩৮ পয়েন্টে আর ডিএস৩০ সূচক পাঁচ দশমিক ৪৬ পয়েন্ট বা দশমিক ২৬ শতাংশ বেড়ে দুই হাজার ১০৩ দশমিক ৩৩ পয়েন্টে অবস্থান করে।
ডিএসইতে গতকাল লেনদেন হয় ৯৭৮ কোটি আট লাখ ২০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৫৮ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ২১৯ কোটি ৪০ লাখ টাকা। এদিন ডিএসই’র বাজার মূলধন ছিল তিন লাখ ৯৬ হাজার ৬৭৫ কোটি ৪৭ লাখ ৭১ হাজার ৪০৬ টাকা। ২৬ কোটি ৩১ লাখ ৭২ হাজার ২৮৬টি শেয়ার এক লাখ ৫৬ হাজার ৭৭১ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৯টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত ছিল ৩৭টির দর।
টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয় বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের। ৬৬ কোটি ৮১ লাখ পাঁচ হাজার টাকায় এক কোটি ২৬ লাখ ২০ হাজার ৬৩৭টি শেয়ার লেনদেন হয়। চার টাকা ৯০ পয়সা বেড়ে শেয়ারটির সর্বশেষ দর হয় ৫৪ টাকা ৩০ পয়সা। এর পরের অবস্থানগুলোয় ছিল বিবিএস কেব্ল্স্, ফরচুন শুজ, রংপুর ফাউন্ড্রি, লংকাবাংলা ফিন্যান্স, ফ্যামিলি টেক্স, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল সার্ভিসেস, কেয়া কসমেটিকস, আরএসআরএম স্টিল, আল-আরাফাহ্ ব্যাংক। সবচেয়ে বেশিসংখ্যক শেয়ার লেনদেন হয় ফ্যামিলি টেক্সের। কোম্পানিটির এক কোটি ৮২ লাখ ৬৫ হাজার ৬৭৭টি শেয়ার ১৭ কোটি ৫৯ লাখ টাকায় লেনদেন হয়। এর পরের অবস্থানগুলোয় ছিল বিবিএস, সিঅ্যান্ডএ টেক্স, কেয়া কসমেটিকস, আল-আরাফাহ্ ব্যাংক, জেনারেশন নেক্সট, ইনটেক, ফু-ওয়াং ফুড, ফরচুন, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
৯ দশমিক ৯৪ শতাংশ দর বেড়ে শীর্ষে উঠে আসে ইনটেক। এরপর ৯ দশমিক ৯৪ শতাংশ বাড়ে আরামিট সিমেন্টের। রংপুর ফাউন্ড্রি ৯ দশমিক ৯৩ শতাংশ, বিবিএস ৯ দশমিক ৯১ শতাংশ, মুন্নু সিরামিক ৯ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। অন্যদিকে ছয় দশমিক ১৬ শতাংশ দর কমেছে প্রগতি লাইফের। পূবালী ব্যাংক তিন দশমিক ৯৫ শতাংশ, রূপালী ব্যাংক তিন দশমিক ৫৭ শতাংশ, ফু-ওয়াং ফুড তিন দশমিক ২২ শতাংশ ও ফ্যামিলি টেক্স তিন দশমিক শূন্য ৯ শতাংশ কমেছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ২৯ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ১১ হাজার সাত পয়েন্টে, সার্বিক সূচক সিএএসপিআই ৫১ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ২১৪ পয়েন্টে অবস্থান করে। গতকাল দিনজুড়ে ২৫৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার এবং ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১৪৪টির দর বেড়েছে, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত ছিল ৩৩টির দর।
এদিন ৭২ কোটি ২৩ লাখ ১৭ হাজার ২৯১ টাকার শেয়ার লেনদেন হয়। আগের দিন লেনদেন হয়েছিল ৪৬ কোটি ৯৩ লাখ ৪৩ হাজার ৯৯০ টাকার শেয়ার। এ হিসেবে লেনদেন বেড়েছে ২৫ কোটি ২৯ লাখ টাকা। সিএসইতেও লেনদেনের শীর্ষে ছিল আইডিএলসি। কোম্পানিটির ২১ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এরপর বিবিএস চার কোটি তিন লাখ টাকার, বিবিএস কেব্ল্স্ দুই কোটি ৬৫ লাখ, ফু-ওয়াং ফুড এক কোটি ৬১ লাখ, কেয়া কসমেটিকস এক কোটি ৫৭ লাখ, ফ্যামিলি টেক্স এক কোটি ৪৯ লাখ, ইনটেক এক কোটি ৩৭ লাখ, বেক্সিমকো এক কোটি ২২ লাখ, কেডিএসএ এক কোটি ১৫ লাখ সেন্ট্রাল ফার্মার এক কোটি টাকার শেয়ার লেনদেন হয়।