প্রতিনিধি, হাবিপ্রবি (দিনাজপুর) : ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কেন্দ্র থেকে স্ট্রোকে আক্রান্ত অবস্থায় পরীক্ষা দিয়েছেন এক শিক্ষার্থী। শনিবার (৩ জুন) সিনথিয়া মুন নামের ওই শিক্ষার্থী অসুস্থ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত দশতলা একাডেমিক ভবনে পরীক্ষা দেন। মুনের বাসা দিনাজপুর জেলার হাকিমপুরে।
সিনথিয়া মুনের সঙ্গে কথা বলে জানা যায়, তার পরীক্ষা ভালো হয়েছে। তিনি অসুস্থ অবস্থায় থেকেও পুরোটা সময় পরীক্ষা দিতে পেরেছেন। মুনের চাচা জাহিদ ইকবাল বলেন, মুনের কিছুদিন আগে থেকে হঠাৎ এই সমস্যা দেখা দেয়। পরে ডাক্তারের কাছে থেকে জানা গেছে, তার হাত ও পায়ে স্ট্রোক হয়েছে, যা প্যারালাইজড হওয়ার লক্ষণ। তিনি জানান, মুনের চিকিৎসা চলমান রয়েছে। অতিরিক্ত দুশ্চিন্তার কারণে তার এ সমস্যা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ওই কেন্দ্রের দায়িত্বে থাকা সহকারী প্রক্টর মো. রুবায়েত আল ফেরদৌস নোমান বলেন, ওই শিক্ষার্থী শারীরিকভাবে আগে থেকেই একটু অসুস্থ ছিল। তার কাছে থেকে আমরা জানতে পারি এইচএসসি পরীক্ষার পর থেকেই সে অসুস্থতায় ভুগছিল। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার অসুস্থতার কথা জানামাত্রই আমাদের স্বেচ্ছাসেবকদের অবহিত করি। আমাদের দুই মেয়ে স্বেচ্ছাসেবক তাকে লিফটে করে তৃতীয় তলায় তার নির্ধারিত সিটে পৌঁছে দেয়। এরপর পরীক্ষা শেষে আবারও লিফটে করে তাকে নিচে নামিয়ে তার অভিভাবকের কাছে পৌঁছে দেয় তারা।