রূপালী ব্যাংকে রেমিট্যান্স গ্রহণকারী গ্রাহকদের জন্য পুরস্কার

রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেড কোরবানির ঈদ সামনে রেখে রেমিট্যান্স আয় বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে গত রোববার রাজধানীর দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘রূপালী ব্যাংক রেমিট্যান্স সেবা কর্মসূচি (ঈদ আনন্দ)’ শীর্ষক ক্যাম্পেইনের দ্বিতীয় সপ্তাহের লটারির ড্র অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর। ক্যাম্পেইনটি ২৮ মে শুরু হয়েছে, যা চলবে ২৭ জুন পর্যন্ত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতার, মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ সাফায়েত হোসেন ও এস এম দিদারুল ইসলামসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি