ঠাকুরগাঁও জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণ, জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ, এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহসভাপতি মাহাবুবুর রহমান খোকন, ত্রাণ ও সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শেখর কুমার রায়, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ।