ঠাকুরগাঁওয়ে বিভিন্ন উপকরণ বিতরণ

প্রতিনিধি, ঠাকুরগাঁও :ঠাকুরগাঁওয়ে চলতি অর্থবছরে এডিপির বরাদ্দ হতে সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নানা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা পরিষদের আয়োজনে ও বাস্তবায়নে বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান সভাপতি  অরুনাংশু দত্ত টিটো প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০০ শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, প্রায় ২ হাজার ৬০০ ছাত্রীর জন্য স্যানেটারি ন্যাপকিন, সদর উপজেলার অতি দরিদ্র প্রায় ২০০ পরিবারের মাঝে নলকূপ এবং প্রান্তিক প্রায় ২ শতাধিক কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত থেকে উল্লিখিত উপকরণগুলো গ্রহণ করেন।