শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের শরিয়াহ সুপারভাইজারি কমিটির ৭৭তম সভা গত রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের কয়েকজন পরিচালক ও শরিয়াহ কমিটির সম্মানিত সদস্য সভায় ডিজিটাল প্ল্যাটফর্মে অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান মুফতি শাহেদ রহমানী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ড. মুহাম্মদ আব্দুর রশীদ, মাওলানা মোহাম্মাদ সাদেকুল ইসলাম, মু. ফরীদ উদ্দীন আহমাদ, ব্যারিস্টার মো. আরিফুর রহমান, ব্যাংকের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালক মো. নাছির উদ্দিন খান, জেবুন নাহার, স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি
