আনসার-ভিডিপি ব্যাংকের সঙ্গে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এপিএ স্বাক্ষর

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহর সভাপতিত্বে প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে গত রোববার ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুকূলে সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দেক-উল-আলম চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক বাদল চন্দ্র দেবনাথ এবং সহকারী মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি