প্রতিনিধি, গাংনী (মেহেরপুর) : মেহেরপুরের গাংনীতে পবিত্র ঈদুল আজহা উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা, মাসিক চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা সভাপক্ষে এ দুটি সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে দুটি সভায় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, পৌর মেয়র আহমেদ আলী প্রমুখ।
গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকসহ ইউপি চেয়ারম্যান ও উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।