নগরবাসী এখন কম দামে মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে :মসিক মেয়র

প্রতিনিধি, ময়মনসিংহ:ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, নতুন এ স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের ফলে এ অঞ্চলের মানুষ হাতের কাছে এবং কম মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে। প্রধানমন্ত্রী সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের যে অঙ্গীকার করেছেন, তা পূরণে ভূমিকা রাখবে এ স্বাস্থ্যকেন্দ্রগুলো। সোমবার সকালে নগরীর খাগডহর এলাকায় প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবায় নগর স্বাস্থ্য কেন্দ্র-২-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী সভাপতির বক্তব্যে বলেন, এ নগর স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রায় ৪০টি সেবা প্রদান করা হবে। যেকোনো প্রয়োজনে এ অঞ্চলের মানুষের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল বা বেসরকারি ক্লিনিকে যাওয়ার প্রয়োজনীয়তা কমে আসবে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, সাবেক পৌর কমান্ডার আব্দুল মজিদ, ৩০নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আবুল বাশার, মসিকের স্বাস্থ্য-বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান বাবু, সংরক্ষিত আসনের কাউন্সিলর সেলিনা আক্তার ও কাউসার-ই-জান্নাত, প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিঞা, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক প্রমুখ।

, সহকারী প্রকৌশলী জীবনকৃষ্ণ সরকার, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, পিএসটিসির হেড অব প্রোগ্রাম ড. মাহবুব আলম প্রমুখ।