কর্ণফুলী ইন্স্যুরেন্সের ঋণমান ‘এএ-’

 

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) নির্ণয় করেছে ঋণমান নির্ণয়কারী প্রতিষ্ঠান আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি দীর্ঘমেয়াদে রেটিং পেয়েছে ‘এএ-’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২৬ আগস্ট ২০১৭ পর্যন্ত তথ্যের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে।

গতকাল শেয়ারদর সর্বশেষ ১৮ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ১৮ টাকা ৫০ পয়সা। দিনজুড়ে কোম্পানিটির এক লাখ ২৩ হাজার ৯৫০টি শেয়ার মোট ৯৪ বার হাতবদল হয়, যার বাজারদর ২৩ লাখ ১৮ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনিম্ন ১৮ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ১৯ টাকা ২০ পয়সায়  ওঠানামা করে। এক বছরের মধ্যে শেয়ারদর ১০ টাকা ৫০ পয়সা থেকে ১৯ টাকা ৯০ পয়সায় ওঠানামা করে।