ইউরোপের একক বাজারে থাকা উচিত ব্রিটেনের

শেয়ার বিজ ডেস্ক: অর্থনৈতিক ধাক্কা এড়াতে ব্রেক্সিট কার্যকরের পরও ইইউভুক্ত দেশের নাগরিকদের অবাধ প্রবেশাধিকারের জন্য ইউরোপের একক বাজারে ব্রিটেনের থাকা উচিত বলে মনে করছে দেশটির বিরোধী দল লেবার পার্টি। দলটি লিখিত পর্যবেক্ষণে এমন মন্তব্য করেছেন। খবর বিবিসি।

লেবার পার্টির বেক্সিটবিষয়ক ছায়ামন্ত্রী কের স্টার্মার লিখিত পর্যবেক্ষণে বলেন, ‘আমাদের অর্থনীতির জন্য বড় ধাক্কা এড়াতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে আসার পরবর্তী ‘ক্রান্তিকালে’ একক বাজারে থাকা উচিত। পাশাপাশি ওই সময়ে বর্তমানের নীতি অনুযায়ী একটি চুক্তি করা দরকার, যাতে ইউ’র সঙ্গে একই ধরনের সুযোগ-সুবিধা অব্যাহত থাকে।

এর আগে ব্রিটেন ইউরোপের একক বাজারে থাকতে পারবে না বলে জানিয়ে দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি মনে করেন, একক বাজারে থাকা মানে ইউরোপীয় ইউনিয়নের নিয়মনীতি মেনে চলা। ব্রেক্সিটের আলোচনার মধ্যে তো ব্রিটেন তাহলে ইইউ ত্যাগ করতে পারছে না।

তবে ব্রিটেন ইউরোপের অন্যান্য রাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তি করতে পারে বলে জানিয়েছিলেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের চূড়ান্ত চুক্তি প্রণয়নে সংসদে ভোটাভুটি হবে। এদিকে আগে থেকেই থেরেসা মের এ মতে বিরোধিতা করে আসছে বিরোধী দল।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিট প্রশ্নে গত বছরের জুনে গণভোট হয়। এতে ব্রেক্সিটের পক্ষেই রায় দেয় ব্রিটেনের জনগণ।

১৯৭৩ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের নেতৃত্বে ব্রিটিশ সরকার ইউরোপীয় ইউনিয়নে যোগ দিলেও ৪৪ বছর পর ব্রিটিশ জনগণ গণভোটের মাধ্যমে এ জোট ত্যাগের পক্ষে রায় দেয়।

ইউরোপীয় জোটের নিয়ম অনুযায়ী, আগামী দুই বছরের (২০১৯ সালের মার্চ) মধ্যে দুই পক্ষের দেনা-পাওনা মিটিয়ে ফেলতে হবে।