এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রামে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে এবং আর্থিক সাক্ষরতা কার্যক্রম পরিচালনা করেছে। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলমের সভাপতিত্বে পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবুল প্রধান অতিথি হিসেবে এবং এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং গুলশান শাখার ব্যবস্থাপক মো. জাকির আনাম বিশেষ সম্মানিত অতিথি হিসেবে মোট ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন ধরনের কৃষিবীজ, সার ও কীটনাশক বিতরণ করেন। বিজ্ঞপ্তি
