প্রিমিয়ার সিমেন্টের ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সিমেন্ট খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড ৩০ জুন ২০১৭  হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিট ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে পাঁচ টাকা ১৭ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৪০ টাকা ৭১ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ অক্টোবর বেলা ১১টায় অডিটরিয়াম অব চিটাগং ক্লাব লিমিটেড, এসএস খালেদ রোড, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ সেপ্টেম্বর।

গতকাল শেয়ারদর দশমিক ১১ শতাংশ বা ১০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৯০ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৯০ টাকা ৫০ পয়সা। দিনজুড়ে ২১ হাজার ৯৮০টি শেয়ার মোট ৭০ বার হাতবদল হয়, যার বাজারদর ২০ লাখ এক হাজার টাকা। দিনজুড়ে শেয়ারদর সর্বনি¤œ ৯০ টাকা ৪০ পয়সা থেকে সর্বোচ্চ ৯৩ টাকা ২০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ৮২ টাকা ৫০ পয়সা থেকে ১০২ টাকা ৮০ পয়সায় ওঠানামা করে।

কোম্পানিটি ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাববছরে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে, যা আগের বছরের চেয়ে পাঁচ শতাংশ কম। ওই সময় ইপিএস হয়েছিল ছয় টাকা ৪৮ পয়সা এবং এনএভি ছিল ৪০ টাকা ৩৯ পয়সা। এটি আগের বছর একই সময় ছিল যথাক্রমে তিন টাকা ৮৩ পয়সা ও ৩১ টাকা ৪৫ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছিল ৬৮ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা, যা আগের বছর ছিল ৪০ কোটি ৩৯ লাখ ১০ হাজার টাকা।

ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (সিআরআইএসএল) রেটিং অনুযায়ী কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং ‘এএ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’। ৩০ জুন ২০১৬ পর্যন্ত বার্ষিক আর্থিক প্রতিবেদন ও ৩১ মার্চ ২০১৭ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে।

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইপিএস হয়েছিল ৫৫ পয়সা। এটি আগের বছর একই সময় ছিল ৮১ পয়সা। অর্থাৎ ইপিএস কমেছে ২৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত এনএভি ৪০ টাকা ৯৪ পয়সা, যা আগের বছরের একই সময় ছিল ২৮ টাকা ২৭ পয়সা। কর-পরবর্তী মুনাফা ছিল পাঁচ কোটি ৭৯ লাখ ৩০ হাজার টাকা। দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে এক টাকা ৩৩ পয়সা এবং কর-পরবর্তী মুনাফা করেছে ১৪ কোটি এক লাখ ৪০ হাজার টাকা, তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে দুই টাকা পাঁচ পয়সা ও কর-পরবর্তী মুনাফা করেছে ২১ কোটি ৬২ লাখ ১০ হাজার টাকা। ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১০৫ কোটি ৪৫ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ২২৮ কোটি ৭৯ লাখ টাকা। কোম্পানির ১০ কোটি ৫৪ লাখ ৫০ হাজার শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৮০ দশমিক ৮৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১০ দশমিক ২০ শতাংশ, বিদেশি শূন্য দশমিক শূন্য এক শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে আট দশমিক ৯৬ শতাংশ শেয়ার।