সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কায় পথচারী নিহত

প্রতিনিধি, সাভার (ঢাকা): সাভারের বলিয়াপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে আসা আরেকটি বাসের ধাক্কায় গণেশ (৫০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই বাসে থাকা আরও কয়েকজন। গতকাল শনিবার ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাভারের বনগাঁও ইউনিয়নের মৃত মৌমেল চন্দ্র দাশের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর বাসস্ট্যান্ডে মৌমিতা পরিবহনের একটি বাস দাঁড়িয়ে যাত্রী নিচ্ছিল। এ সময় পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে এ কে ট্রাভেলস পরিবহনের একটি বাস এসে দ্রুত গতিতে ধাক্কা দেয়। পরে মৌমিতা পরিবহন সড়ক থেকে নিচে পড়ে গেলে সেটির চাপায় গণেশ মারা যান এবং এ কে ট্রাভেলসের বাস ডিভাইডারের ওপর উঠে যায়। এ ঘটনায় আহত হয়েছেন দুই বাসের যাত্রীরা।

সাভার হাইওয়ে থানার ওসি আজিজুল হক বলেন, এ ঘটনার পর আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহে উদ্ধার করে। এছাড়া বাস দুটোকে আটক করা গেলেও চালক ও সহযোগীরা পালিয়েছে।