স্মার্ট অ্যাপের নতুন ভার্সন চালু করল ব্যাংক এশিয়া

নতুন নতুন সেবা সংযুক্ত করে স্মার্ট অ্যাপের নতুন ভার্সন চালু করেছে ব্যাংক এশিয়া, যা গ্রাহকদের জন্য অধিকতর সহজ, নিরাপদ ও অত্যাধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করবে। গতকাল রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে স্মার্ট অ্যাপের নতুন ভার্সন উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এএনএম মাহফুজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম ইকবাল হোছাইন ও আলমগীর হোসেন, কোম্পানি সচিব এসএম আনিসুজ্জামান, মানবসম্পদ বিভাগ প্রধান আল্কনা কে. চৌধুরী, প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল প্রধান মো. মনিরুজ্জামান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি