কালাইয়ে ‘সমলয়’ পদ্ধতিতে আমনের চাষাবাদ শুরু

প্রতিনিধি, জয়পুরহাট :জয়পুরহাটের কালাইয়ে ‘সমলয়’ পদ্ধতিতে আমনের চাষাবাদের উদ্বোধন করা হয়েছে। খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয়ে রোপা আমন ধান চাষাবাদে বৃহস্পতিবার সকালে উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের বালাইট মাঠে এসব পরিপক্ব চারা শ্রমিক ছাড়াই যান্ত্রিক পদ্ধতিতে রোপণ করা হয়।

ট্রেতে বীজ বপনের মাত্র ১৩ দিনের মাথায় পরিপক্ব চারা উৎপাদন করে। কৃষিতে যন্ত্রের ব্যবহার জনপ্রিয় করতে গ্রামের বিস্তীর্ণ জমি একত্রিত করে শুরু হয়েছে সমালয় পদ্ধতিতে চাষাবাদ। ট্রেতে বীজ বপন করে উৎপাদিত ধানের চারা রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে মাঠে রোপণ করা হচ্ছে। এতে ফসল পরিপক্ব হলে কৃষকেরা কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে তাদের ক্ষেত কেটে ঘরে তুলতে পারবে।

এ উপলক্ষে বালাইট মাঠে স্থানীয় কষকদের নিয়ে সমাবেশের আয়োজন করেন কৃষি অফিস। এতে সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা তিথি। সমাবেশে বক্তব্য দেন জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. রাহেলা পারভীন, অতিরিক্ত উপপরিচালক মো. শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায়, আহম্মেদাবাদ ইউপির চেয়ারম্যান আলী আকবর মণ্ডল।   

সমাবেশ থেকে বের হয়ে স্থানীয় কৃষকরা বলেন, সনাতন পদ্ধতিতে মাটিতে ধানের চারা রোপণ করতে গিয়ে মাটি ভেঙে বীজতলা নষ্ট হয়ে যেত। কিন্তু সমালয় পদ্ধতিতে যন্ত্রের মাধ্যমে নিখুঁতভাবে চারা রোপণ সম্ভব হচ্ছে। যন্ত্র দিয়ে খুব অল্প সময়েই বিঘার পর বিঘা জমিতে নিখুঁতভাবে ধানের চারা রোপণ করা যায়। এতে সঠিক পরিমাপে ও দূরত্বে চারা রোপিত হওয়ায় অপচয়ও কমছে। শুধু তা-ই নয়, এই পদ্ধতিতে ফসলি জমিতে পোকামাকড়ের বিস্তার রোধ, রোগ ও বালাই দমন সহজতর হওয়ার পাশাপাশি কৃষিশ্রমিক নিয়ে দুর্ভোগ পোহাতে হবে না আমাদের, যা আজ নিজ চোখেই দেখলাম।

উপজেলা কৃষি অরুণ চন্দ্র রায় বলেন, এই পদ্ধতিতে শ্রমিক সংকট ছাড়াও নানা প্রতিবন্ধকতা দূর হবে। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি ধান চাষে লাভবান হবে কৃষকরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. রাহেলা পারভীন বলেন, সমালয় চাষের মাধ্যমে বেশি শ্রমিকের আর  প্রয়োজন হবে না। এতে উৎপাদন খরচ অর্ধেকে নেমে আসবে। লাভবান হবেন কৃষকরা। সমালয়ের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষিযন্ত্র ব্যবহার করে কৃষকের উৎপাদন খরচ কমানো। এ পদ্ধতিতে বিঘা প্রতি ফলন সনাতন পদ্ধতির চেয়ে ১০-১৫% বৃদ্ধি পাবে।