কর্মসংস্থান ব্যাংকের অঞ্চল ও শাখাপ্রধান সম্মেলন গতকাল রাজধানীর বিদ্যুৎ ভবনের মুক্তি হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক শেখ মো. মনিরুজ্জামান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দিকা, ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার প্রমুখ। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস বিশেষ অতিথি ছিলেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপক গৌতম সাহা ও মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
