শেয়ার বিজ ডেস্ক: আমেরিকান বিলিওনেয়ার ওয়ারেন বাফেট ব্যাংক অব আমেরিকার ৭০০ মিলিয়ন শেয়ার কেনার পর ব্যাংকটির শীর্ষ শেয়ারহোল্ডারে পরিণত হয়েছেন। খবর এএফপি।
২০১১ সালে ধনকুবের বাফেট ওই ব্যাংকে পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করেন। গত মঙ্গলবার ব্যাংকটি এক বিজ্ঞপ্তিতে জানায়, বাফেট নতুন করে শেয়ারপ্রতি সাত দশমিক ১৪ ডলারে ৭০০ শেয়ার কেনায় এদিন শেয়ারপ্রতি দাম বেড়ে ২৩ দশমিক ৫৮ ডলার হয়। ফলে ব্যাংক অব আমেরিকায় বাফেটের বিনিয়োগ দাঁড়ায় ১৬ দশমিক ৫১ বিলিয়ন ডলার।
