নিজস্ব প্রতিবেদক:মামলার শুনানির সময় হাইকোর্টের একটি বেঞ্চের সংশ্লিষ্ট বিচারপতিদের ‘মাই লর্ড’ বা ‘লর্ডশিপ’ বলতে বারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। পরে এ বিষয়ে আদালত কক্ষের বাইরে একটি বিজ্ঞপ্তিও টাঙিয়ে দেয়া হয়।
এ সময় আদালতের জ্যেষ্ঠ বিচারক শুনানিতে অংশ নেয়া আইনজীবীদের উদ্দেশ করে বলেন, ‘দাসত্বের সময় নেই, প্রভুরা চলে গেছে।’ একই সঙ্গে সংশ্লিষ্ট বেঞ্চ অফিসারকে আদালত কক্ষের বাইরে এ সংক্রান্ত নোটিশ টানাতে নির্দেশ দেন।
পরে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘অত্র বেঞ্চে (বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ) বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবীদের ‘মাই লর্ড’-এর স্থলে ‘ইওর অনার’ বা ‘স্যার’ সম্বোধন করার নির্দেশ প্রদান করা হলো।’’