বর্ণাঢ্য আয়োজনে সপ্তম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস পালিত

প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে দুদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজনে সপ্তম রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হয়েছে। শান্তির প্রতীক পায়রা ও বিশ্ববিদ্যালয়ের নামাঙ্কিত ফেস্টুন ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। গতকাল বুধবার শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এই মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শাহ্ আজম। বিশেষ অতিথি হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. ফখরুল ইসলাম, রেজিস্ট্রার মো. সোহরাব আলীসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।