আর্জেন্টিনা ফুটবলের প্রতি কোটি মানুষের অকুণ্ঠ ভালোবাসার মাধ্যমে তৈরি হয়েছে বাংলাদেশ-আর্জেন্টিনার বন্ধুত্বমূলক সম্পর্ক। সম্প্রতি বিকাশের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের রিজিওনাল ব্র্যান্ড পার্টনার হওয়ার মাধ্যমে দুই দেশের এই সম্পর্কের ভিত আরও শক্তিশালী হয়েছে। তারই ধারাবাহিকতায়, বন্ধু দিবস উপলক্ষে আর্জেন্টিনা ফুটবল দলের পক্ষ থেকে বাংলাদেশি সব ফুটবলপ্রেমীকে শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড়রা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও বিকাশের ফেসবুক পেজের মাধ্যমে শুভেচ্ছা জানান এমিলিয়ানো মার্টিনেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। বিজ্ঞপ্তি
