ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ও (ইউসিবি) এবং জুনকস কনসালটিংয়ের মধ্যে এইচআর ট্রান্সফরমেশন প্রকল্প বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। ইউসিবির ডিএমডি (এইচআরএমডি) এন মোস্তফা তারেক এবং জুনকসের সহ-প্রতিষ্ঠাতা ও অংশীদার মতিউল আই নওশাদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, উপব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান এফসিএসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
