নিজস্ব প্রতিবেদক: হুন্ডি, অনলাইন গ্যাম্বলিং, গেমিং, বেটিং, ফরেক্স ও ক্রিপ্টো ট্রেডিং প্রতিরোধে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাস। গতকাল বৃহস্পতিবার বিটিআরসি, সিআইডি, এসবি ও ডিএমপির সাইবার ক্রাইম বিভাগের সঙ্গে বিএফআইইউর এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মাসুদ বিশ্বাস অবৈধ হুন্ডি, অনলাইন গ্যাম্বলিং, গেমিং, বেটিং, ফরেক্স এবং ক্রিপ্টো ট্রেডিংয়ের বর্তমান পরিস্থিতি তুলে ধরে সব সংস্থার একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে এ-সংক্রান্ত সংস্থাগুলোর কাজে সমন্বয় সাধন ও জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। এ বিষয়ে বিএফআইইউ তথ্য ও ইন্টেলিজেন্স দিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও জানান তিনি।
এর আগে সভায় একটি উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয় কীভাবে অবৈধ উপায়ে অর্থ পাচার, সামাজিক অবক্ষয় ও যুবসমাজ ক্ষতির সম্মুখীন হচ্ছে। সভায় বলা হয়, চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবার অংশগ্রহণে ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের কার্যক্রম এগিয়ে যাচ্ছে। তবে সুফল ও সমৃদ্ধির পাশাপাশি এসব ব্যাংকিং ও পেমেন্ট সিস্টেমের অপব্যবহারও বেড়েছে। ডিজিটাল পেমেন্টের সুবিধা কাজে লাগিয়ে বিভিন্ন আর্থিক অপরাধ বিস্তার লাভ করেছে। সাম্প্রতিক সময়ে এসব অপরাধের মাধ্যমে সংঘটিত অবৈধ লেনদেন মাত্রাতিরিক্ত হারে বেড়েছে। ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে কাজে লাগিয়ে এসব অপরাধ হুন্ডি প্রক্রিয়াকে সহজ ও ত্বরান্বিত করছে। ফলে অর্থ পাচার বেড়ে যাচ্ছে এবং দেশ প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা হারাচ্ছে।
সভায় আরও বলা হয়, মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে বিএফআইইউ সব ধরনের অর্থ পাচার রোধকল্পে অন্য সংস্থাসমূহের সাথে একযোগে কাজ করে যাচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে বিএফআইইউ ইতোমধ্যেই ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াসহ বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রেখেছে। পাশাপাশি এ-সংক্রান্ত ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ এবং ইউটিউব লিংক চিহ্নিতকরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী ও নিয়ন্ত্রক সংস্থা বরাবর পাঠাচ্ছে। সম্প্রতি বিভিন্ন টিভি চ্যানেলে অনলাইন বেটিং ও গ্যাম্বলিং-সংক্রান্ত বিজ্ঞাপন প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।