নিজস্ব প্রতিবেদক:দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। একই সঙ্গে গতকাল লেনদেনের পরিমাণও কমেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স শূন্য দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ছয় হাজার ২৯৭ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক শূন্য দশমিক ৯৭ পয়েন্ট বা শূন্য দশমিক ০৭ শতাংশ কমে ১ হাজার ৩৬৮ দশমিক ০৫ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক শূন্য দশমিক ১৬ পয়েন্ট বেড়ে দুই হাজার ১৪২ দশমিক ৯৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩৮০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৩৮ কোটি ২০ লাখ টাকা কমেছে। এদিন ৭ কোটি ৯৩ লাখ ৫৬ হাজার ৬৬৬টি শেয়ার এক লাখ তিন হাজার ৮২৯ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩২৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত ছিল ১৬৮টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ফু-ওয়াং ফুড লিমিটেড। কোম্পানিটির ২৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৩ কোটি ৮ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২০ কোটি ৫৪ লাখ, এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৬ কোটি ৮০ লাখ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ১৩ কোটি ৮১ লাখ, দেশবন্ধু পলিমার লিমিটেডের ১১ কোটি ৫৭ লাখ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১০ কোটি ৪১ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৯ কোটি ৩৯ লাখ, লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ৮ কোটি ৮২ লাখ, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গতকাল ৮ দশমিক ৭৪ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে আরামিট লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ৭ দশমিক ৯৪ শতাংশ, এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৫ দশমিক ৯৯ শতাংশ, এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫ দশমিক ৬৮ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪ দশমিক ৫৪ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ৭৯ শতাংশ, প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের ৩ দশমিক ৬৮ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩ দশমিক ৬২ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের ৩ দশমিক ২৫ শতাংশ এবং রংপুর ফাউন্ড্রি লিমিটেডের ৩ দশমিক ০৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১৩ দশমিক ৯৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১২ শতাংশ কমে ১১ হাজার ১১৯ দশমিক ০৬ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ২৩ দশমিক ১৮ পয়েন্ট বা শূন্য দশমিক ১২ শতাংশ কমে ১৮ হাজার ৫৯৯ দশমিক ৭৫ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৬৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২৬টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত ছিল ৬৭টির দর। সিএসইতে গতকাল মোট ৫ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ৬ কোটি ৬৬ লাখ টাকার।
এদিকে সিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসেনি পার্ল বিচ রিসোর্ট লিমিটেড। কোম্পানিটির ৭৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ৪০ লাখ ৫০ হাজার, এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৮ লাখ, ফু ওয়াং ফুড লিমিটেডের ২৭ লাখ, জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের ২১ লাখ, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১৭ লাখ, ফার কেমিক্যাল লিমিটেডের ১৭ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৬ লাখ, উত্তরা ব্যাংক লিমিটেডের ১৬ লাখ এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।