ইবির বঙ্গবন্ধু পুকুরপাড় যেন ভাগাড়

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পুকুরপাড় যেন দিন দিন ভাগাড়ে পরিণত হচ্ছে! জিয়া মোড় এলাকার সমস্ত  ময়লা-আবর্জনা যেন এখানেই শোভা পায়। দিন দিন ময়লা-বর্জ্যরে স্তূপ বিশাল আকার ধারণ করছে!

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সবুজে ঘেরা অন্যতম সেরা বিদ্যাপীঠ ঝিনাইদহ-কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়। এই সবুজ চত্বরে আসলে সারাদিনের ক্লান্ত মন নিমিষেই সতেজ হয়ে ওঠে। সবুজে ঘেরা এই  বিশ্ববিদ্যালয়ের অন্যতম মনোরম পরিবেশ হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পুকুরপাড়।    যা  বঙ্গবন্ধু পুকুরপাড় নামেই সমাধিক পরিচিত। তীব্র গরমে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর শান্তির জায়গা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনের পুকুরের উত্তর ও দক্ষিণ প্রাঙ্গণের বসার জায়গা। প্রায় সর্বদাই এ স্থানে শিক্ষার্থীদের সমাগম লক্ষ্য করা যায়। এখানে বটবৃক্ষের নিচে ঠান্ডা হাওয়ায় শিক্ষার্থীরা আড্ডায় মেতে ওঠে!

উদ্বেগের বিষয় হলো, বেশ কয়েক মাস ধরে লক্ষ্য করা যাচ্ছে যে জিয়া মোড় সংলগ্ন যতগুলো খাবার হোটেল ও অন্যান্য দোকান আছে তারা তাদের দোকানের বা হোটেলের প্রতিদিনের ময়লা ও আবর্জনা পুকুরপাড়ের উত্তরাংশে অর্থাৎ জিয়া মোড় থেকে দেশরতœ শেখ হাসিনা হলের দিকে যাওয়ার পুকুরপাড় সংলগ্ন যে রাস্তা তার পাশে ফেলছে। এতে করে ময়লা ও আবর্জনা জমতে জমতে জায়গাটা দিন দিন ভাগাড়ে পরিণত হচ্ছে। চারপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে। এমনকি দুর্গন্ধে এই রাস্তাটি পার হতে দম বন্ধ করে রাখতে হচ্ছে শিক্ষার্থীদের।

শিক্ষার্থীরা বলছেন, শিক্ষার্থীদের কল্যাণে বিশ্ববিদ্যালয়ে? স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করাই যেখানে বিশ্ববিদ্যালয়? প্রশাসনের দায়ি?ত্ব। অথচ বঙ্গবন্ধু পুকুরপাড? দিনে দিনে ভাগাড়ে? পরিণত হচ্ছে; এদিকে কারও নজরদারি নেই। এটি কি হোটেল ও দোকান মালিকদের জন্য ময়লা ফেলার জন্য নির্ধারণ করে দেয়া হয়েছে! এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত নজরদারি কামনা করছি।

সাকিব হাসান

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়