প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে কুষ্ঠ রোগ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দ্য প্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশের আয়োজনে মুন্সীগঞ্জ প্রেস ক্লাব শফিউদ্দিন মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিনের সভাপতিত্বে প্রশিক্ষক ছিলেন মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. জসিম উদ্দিন ভূইয়া ও প্রসি মিশনের টেকনিক্যাল সাপোর্ট অফিসার জুয়েল খ্রিয়াং, মাঠকর্মী বিভাষ বৈদ্দ।
বর্তমানে মুন্সীগঞ্জে কুষ্ঠ রোগে ১১ জন চিকিৎসাধীন রয়েছে বর্তমানে। ২০১৯ সালে ৬ উপজেলায় কুষ্ঠ রোগীর সংখ্যা ছিল ১৯ জন। চিকিৎসার মাধ্যমে বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ১১ জনে।
ডা. মো. জসিম উদ্দিন ভূইয়া বলেন, কুষ্ঠ একটি দীর্ঘমেয়াদি জীবাণুঘটিত মৃদু সংক্রামক রোগ, যা অধিকাংশ ক্ষেত্রেই চামড়ার মাধ্যমে এ রোগের বহিঃপ্রকাশ ঘটে। কুষ্ঠ রোগের জীবাণু অত্যান্ত ধীর গতিতে বংশ বিস্তার করে। একটি কুষ্ঠ জীবাণু থেকে দু’টি কুষ্ঠ জীবাণুতে পরিণত হতে সময় লাগে ১২ থেকে ১৪ দিন। বাংলাদেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বক্ষব্যাধি ক্লিনিক, সরকারি ও বেসরকারি কুষ্ঠ হাসপাতালে কুষ্ঠরোগের চিকিৎসা বিনামূল্যে পাওয়া যায়।