মায়ের সামনেই ট্রাকের চাপায় মেয়ে নিহত

প্রতিনিধি, কুষ্টিয়া:বাজার থেকে ভ্যানে চেপে বাড়ি ফিরছিলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালতলা গ্রামের মামুনুর রশিদ লিপুর স্ত্রী জেসমিন, ছেলে মুবিন ও জেসমিনের মা মিনারা খাতুন। তালতলায় এসে ভ্যান থেকে নামার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়লেও মিনিরা ও তার কোলে থাকা মুবিন বেঁচে যান। তবে তাদের চোখের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান জেসমিন (৩০)।

গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার সময় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত ভ্যানচালক আবদুল্লাহ, জেসমিনের মা মিনারা ও ছেলে মুবিনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটিকে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ট্রাকটিকে জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।