মধ্য নগরে ড্রেজার দিয়ে নদী থেকে অবাধে বালু উত্তোলনের অভিযোগ

প্রতিনিধি, মধ্যনগর (সুনামগঞ্জ) : সরকারি নির্দেশনা উপেক্ষা করে সুনামগঞ্জের মধ্যনগরে নদী থেকে ড্রেজার দিয়ে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের কামাউরা এ কালিশাকান্দা গ্রামের পাশের গুমাই নদীতে প্রকাশ্যে বালু উত্তোলনের এ মচ্ছব চললেও প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে। এ পরিস্থিতিতে নদীসংলগ্ন এলাকার বাড়িঘর এবং আবাদি জমি হুমকির মুখে পড়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, মধ্যনগর ইউপি সদস্য ও মধ্যনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব আর্শাদ মিয়া ও মধ্যনগর গ্রামের বাসিন্দা  বিভু রায় এবং পাশের কলমাকান্দা উপজেলার বাসিন্দা মোস্তফাসহ কয়েকজন মিলে ড্রেজার এনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের কাজটি করছে। মাঝে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. অলিদুজ্জামান অভিযান চালিয়ে ড্রেজারের মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করেন। এরপর এক দিন বালু উত্তোলন বন্ধ থাকলেও গত ১৫-২০ দিন ধরে আবারও বালু উত্তোলন করা হচ্ছে। বালুখেকো চক্রটি আইনের কোনো তোয়াক্কা না করে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের মাধ্যমে রমরমা বাণিজ্য চালিয়ে আসছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মধ্যনগর কামাউরা ও কালিশাকান্দা এলাকার একাধিক কৃষক বলেন, বালু উত্তোলন বন্ধ করা দূরে থাক, আমরা সাধারণ কৃষকেরা বালু উত্তোলনের প্রতিবাদ জানালে বালু উত্তোলনকারীরা আমাদের মারতে আসে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ব্যাপারে ইউএনও স্যারকে মৌখিকভাবে অভিযোগ করেও কোনো ফল পাচ্ছি না। ফলে আমাদের জমির ক্ষতি হলেও চেয়ে চেয়ে শুধু এ ক্ষতি দেখে যেতে হচ্ছে।

এসব বিষয়ে জানতে চাইলে ড্রেজার মালিক ওই ইউপি সদস্য মো.  আর্শাদ মিয়া  বলেন,  ‘নদী থেকে বালু উত্তোলন করলে আপনার সমস্যা কী? আপনি নিউজ করবেন করেন এতে আমার কোনো সমস্যা নেই।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. অলিদুজ্জামান বলেন, ‘গুমাই নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়ে গত ১ আগস্ট মোবাইল কোর্ট পরিচালনা করে ড্রেজার মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।’

মধ্যনগর উপজেলার নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা ধর্মপাশার ইউএনও শীতেশ চন্দ্র সরকার বলেন, গুমাই নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। শিগগিরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ড্রেজার মেশিন জব্দ করা হবে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ‘বিষয়টি নিয়ে আমি ইউএনও’র সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’