ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার অনুষ্ঠিত

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) গতকাল অনুষ্ঠিত হয় অ্যাডমিশন ফেয়ার ফল-২০২৩। সকাল ১০টায় চট্টগ্রাম নগরীর নোমান সোসাইটিস্থ স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত ফেয়ার উদ্বোধন করেন ইডিইউর উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান। এ সময় তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকের সঙ্গে কথা বলেন। অ্যাডমিশন ফেয়ারে আরও উপস্থিত ছিলেন ইডিইউর স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন অধ্যাপক ড. মুহাম্মদ নাজিম উদ্দিন, স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রকিবুল কবির, স্কুল অব আর্টসের অ্যাসোসিয়েট ডিন মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, প্ররক্ষক মু. আসাদুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি