মানসম্মত বিনিয়োগ প্রদান এবং প্রদত্ত বিনিয়োগ সঠিক সময়ে পরিশোধে সচেতনতা তৈরির লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকে ‘অ্যাসেট ডেভেলপমেন্ট ক্যাম্পেইন-২০২৩’ শীর্ষক দুই মাসব্যাপী একটি বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। গত বৃহস্পতিবার প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইন উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ এবং স্বাগত বক্তব্য দেন স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মুহাম্মদ মিজানুল কবির। ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
