ইউক্রেনে বিনিয়োগের পরিকল্পনা রাশিয়ার

শেয়ার বিজ ডেস্ক: ইউক্রেনের চারটি অঞ্চল গত বছর থেকে রাশিয়ার নিয়ন্ত্রণে। সেই অঞ্চলগুলোর উন্নয়নে দেশটি এক লাখ ৯০ হাজার কোটি রুবল বা দুই হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে। খবর: রয়টার্স।

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন অধিকৃত ইউক্রেনের চারটি অঞ্চলে বিনিয়োগের বিষয়টি জানিয়েছেন।

বিপুল পরিমাণ এই অর্থ রাশিয়ার কেন্দ্রীয় সরকারের বাজেট থেকে ব্যয় করা হবে। আগামী আড়াই বছরে এই অর্থ বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন পুতিন। এই পরিকল্পনায় চারটি ইউক্রেনীয় অঞ্চলের কথা বলা হয়েছে, রাশিয়া যাদের নিজ ভূখণ্ডের অংশ হিসেবে ঘোষণা করেছে।

তবে এই চারটি অঞ্চলের কোনোটি এককভাবে রাশিয়ার নিয়ন্ত্রণে নেই। ইউক্রেন ও জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্যরাষ্ট্র এই অধিগ্রহণের নিন্দা করলেও রাশিয়ার মিত্র দেশগুলো তার স্বীকৃতি দিয়েছে।

গত দেড় বছরে ইউক্রেনের লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলের বেশ কিছু এলাকা নিজেদের দখলে নিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। এর আগে ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ নিজেদের দখলে নিয়েছিল মস্কো।

এদিকে নিজেদের দখলে থাকা ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে এবার স্থানীয়ভাবে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিল রাশিয়া সরকার। গতকাল শনিবার এ বিষয়ে সরকারি অনুমোদন পেয়েছে রাশিয়ার কর্তৃপক্ষ। নির্বাচনের চূড়ান্ত ফল জানা যাবে আগামী ১০ সেপ্টেম্বর। বিষয়টি জানার পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরকার।

ক্রেমলিনের দাবি, আপাতত ইউক্রেনের পাঁচ ভাগের এক ভাগ তাদের দখলে রয়েছে। সম্প্রতি দখল করা এলাকাগুলোয় নিজেদের আধিপত্য আরও জোরদার করতেই সেখানে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে ভøাদিমির পুতিন সরকার। তবে কিয়েভের তরফে ওই চার এলাকার মানুষের কাছে আর্জি জানানো হয়েছে, তারা যেন কোনোভাবে ওই ভোটে অংশ না নেন। বাসিন্দারা যাতে ওই এলাকাগুলো ছেড়ে আপাতত অন্যত্র চলে যান, সেই অনুরোধও করা হয়েছে।