বেইজিংয়ের বাণিজ্যমেলায় টেসলার সেডান

শেয়ার বিজ ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ের বাণিজ্যমেলায় নতুন সেডান গাড়ি প্রদর্শন করেছে টেসলা। অন্য দেশগুলোয় প্রদর্শন ও বিক্রির এক দিন আগে চীনে নির্মিত রিস্টাইল্ড মডেল থ্রি সেডান প্রথমবারের মতো মেলার দর্শনার্থীদের সামনে উম্মোচন করা হয়। খবর: রয়টার্স।

চায়না ইন্টারন্যাশনাল ফেয়ার ফর ট্রেড ইন সার্ভিসেসে (সিআইএফটিআইএস) ২০২০ সালে গ্লোবাল বেস্ট সেলার মডেল ওয়াই উম্মোচনের পর এই প্রথম মডেলটির লাল ভার্সন তৈরি করে প্রদর্শন করেছে যুক্তরাষ্ট্রের গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলা।

দৃষ্টিনন্দন এই মডেল থ্রি উম্মোচনের মধ্য দিয়ে ইলন মাস্কের কোম্পানিটি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের আগে চীনে কোনো গাড়ি উম্মোচন করল।

রিস্টাইল্ড মডেল থ্রি সেডানটি টেসলার সাংহাই প্ল্যান্টে নির্মিত হচ্ছে। নতুন মডেলের গাড়িটি এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের অন্য বাজারগুলোয়ও রপ্তানি করা হবে।

চীনের গ্রাহকদের চাহিদা অনুযায়ী রিস্টাইল্ড মডেলে গাড়ির ব্যাক-সিট যাত্রীদের জন্য একটি রিয়ার ডিসপ্লেসহ বেশ কিছু নতুন ফিচার যোগ করা হয়েছে।

নতুন এই মডেল সম্পর্কে মেলায় আগত আগ্রহী ক্রেতাদের প্রশ্নের উত্তর দেন টেসলার বিক্রয় কর্মীরা। গুও নামের ২২ বছর বয়সী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গাড়িটি পরীক্ষা করে বলেন, আমি গাড়িটির নতুন ফিচারগুলো সম্পর্কে আরও জানতে মেলায় এসেছি।

তিনি জানান, রিস্টাইল্ড মডেলে গাড়ির অডিও সিস্টেমের আপগ্রেডেড ভার্সন ও রিয়ার ডিসপ্লের আপগ্রেডেড ভার্সন তার পছন্দের ফিচার। তিনি বলেন, পেছনের সিটে থাকা যাত্রীরা গাড়িতে চড়ার সময় আগের মতো একঘেয়ে বোধ করবেন না।

টেসলার বুথে আসা হিউ নামের একজন নারী জানান, নতুন মডেলটি তার কাছে আকর্ষণীয় মনে হয়নি। তিনি বলেন, টেসলার গাড়ি কেনার বিশেষ কোনো কারণ নেই, কেননা বর্তমানে অনেক নতুন মডেলের গাড়ি পাওয়া যায়।

টেসলা জানিয়েছে, নতুন মডেলটি জার্মানির মিউনিখ অটো শোয়ে প্রদর্শনের ব্যবস্থা করা হবে।