তাইওয়ানে ২০০ ফ্লাইট বাতিল

শেয়ার বিজ ডেস্ক:তাইওয়ানের পূর্ব উপকূলে গতকাল আঘাত হেনেছে টাইফুন হাইকুই। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় তিন হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। দুর্ঘটনা এড়াতে বাতিল করা হয়েছে অন্তত ২০০ ফ্লাইট। খবর: দ্য গার্ডিয়ান।

দ্বীপটিতে গত চার বছরের মধ্যে প্রথম সরাসরি আঘাত হানে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়। গতকাল ভোর থেকে প্রবল বৃষ্টি হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে বাতাসের গতিও বাড়ছে। এতে অফিসগামী মানুষ চরম বিড়ম্বনায় পড়েন।

আবহাওয়া কর্তৃপক্ষ বলছে, সকাল থেকে ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া টাইফুনের কারণে দক্ষিণ ও পূর্ব তাইওয়ানের স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় বাতিল করা হয়েছে ফ্লাইট।

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেন, হাইকুই গত চার বছরের মধ্যে তাইওয়ানে প্রথম টাইফুন হতে যাচ্ছে। নিরাপদে থাকতে আমি জনগণকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। ঝড়ের সময় বাইরে যাওয়ার মতো বিপজ্জনক সিদ্ধান্ত থেকে বিরত থাকুন।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ গতকাল সকালে সংবাদ সম্মেলনে জানিয়েছে, সকাল ৯টার আগে ঝড়টি পূর্ব তাইওয়ান থেকে ১৮০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। গত শনিবার থেকে শক্তি সঞ্চার করছিল বলে জানান দেশটির কর্মকর্তা ফং চিন।

উপকূলে আঘাতের পর ঝড়টি আজ সোমবার তাইওয়ান প্রণালীর পশ্চিমে সরে যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দুই হাজার ৮০০ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। বেশিরভাগ তাইতুংয়ের প্রতিবেশী হুয়ালিয়েন কাউন্টির বাসিন্দা। সেনাবাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। দেশটির যেসব এলাকায় হাইকুইয়ের মারাত্মক প্রভাব পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে, সেসব এলাকায় তাদের মোতায়ন করা হয়েছে।

এর আগে ২০১৯ সালে টাইফুন বাইলু তাইওয়ানে আঘাত হেনেছিল। এতে একজন মানুষ প্রাণ হারান। ধারণা করা হচ্ছে, হাইকুই সাওলার চেয়ে কম মারাত্মক হবে। গত শনিবার এটি হংকং উপকূল হয়ে দক্ষিণ চীন অতিক্রম করে। এরপর দুর্বল হয়ে যায়।