নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ড. মুহাম্মদ ইউনুসের পক্ষে যে ১৬০ জন বিবৃতি দিয়েছেন তারা নীতিজ্ঞানহীন মানুষ, তারা মূলত অর্থের বিনিময়ে লবিস্ট হিসেবে কাজ করেছেন।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত ‘বাংলাদেশের বিচার ব্যবস্থায় হস্তক্ষেপের প্রতিবাদ’ শীর্ষক এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, কিছু লোক দেশের কথা কখনোই ভাবে না। বিদেশে বসে শুধু নিজেদের ব্যবসার কথা চিন্তা করে। এসব মানুষের পক্ষে যারা কথা বলে তারা কখনোই আমাদের বন্ধু নয়, শত্রু। এ সব মানুষের হস্তক্ষেপে আমাদের বিচার ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না।
এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদাসহ শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শিক্ষক নেতারা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিদেশিদের খোলাচিঠিকে বাংলাদেশের বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ বলে উল্লেখ করে এর প্রতিবাদ জানান।