ময়মনসিংহ ও নেত্রাকোনায় ইউসিবির উদ্যোগে কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষি খাতে সহায়তা প্রদানের জন্য এগ্রো-সিএসআর প্রকল্প ২০২৩ ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের উদ্যোগে গতকাল ময়মনসিংহের ব্র্যাক লারনিং সেন্টারে দিনব্যাপী ময়মনসিংহ জেলার কৃষি উদ্যোক্তাদের নিয়ে এক প্রশিক্ষণ-কর্মসূচির আয়োজন করে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসিবির কোম্পানি সচিব এটিএম তাহমিদুজ্জামান। আরও বক্তব্য দেন ইউসিবির ডিএমডি মোহাম্মদ শাহ আলম ভুঁইয়া, বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক, ফুলপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো, ফারুক আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুর রেজ্জাক প্রমুখ। বিজ্ঞপ্তি